Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শেখ রাসেল দু্:স্থ শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র
বিস্তারিত

শেখ রাসেল দু্‌স্থ শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র, টুংগীপাড়া,গোপালগন্জ সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন সমাজসেবা অধিদফতর দ্বারা পরিচালিত্ একটি প্রতিষ্ঠান্। দু:স্থ শিশুদের পারিবারিক পরিবেশে স্নেহ, ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন, তাদের শারিরীক,মানসিক ও বুদ্ধি বৃত্তিক বিকাশ সাধন, স্বনির্ভরতার জন্য প্রশিক্ষন ও পুনর্বাসনের লক্ষ্যে ২০০১ সালে প্রতিষ্ঠানটি  যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির উদ্যেশ্য হচ্ছে দু:স্থ শিশুদের জন্য উন্নততর জীবন নিশ্চিত করা, দু:স্থ শিশুদের শিক্ষা  ও কারিগরী প্রশিক্ষন প্রদানের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন ও পুন:মর্যাদার সাথে সমাজে পুনর্বাসন। প্রতিষ্ঠানটির কার্যাবলী হচ্ছে বিনামূল্যে দু:স্থ শিশুদের ভর্তি, পারিবারিক পরিবেশে স্নেহ, ভালবাসা ও আদর-যত্নের সাথে নিবাসীদের লালন পালন ও নিরাপত্তা প্রদান, নিবাসীদের ভরনপোষন, শিক্ষা, প্রশিক্ষন এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন। ৬ থেকে ৯ বছর বয়সী দু:স্থ শিশুদের ভর্তি করার পর ১৮বছর পর্যন্ত সেবা প্রদান করা হয়। সহকারি পরিচালক, সমাজসেবা কর্মকর্তা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে একটি বাস্তবায়নকারী কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। দু:স্থ শিশুদের   অভিভাবকদের কাছ থেকে নির্ধারিত ফরমে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে্ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদনকারী দু:স্থ শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাইপূর্বক শূন্য আসনের বিপরীতে ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে দু:স্থ শিশুদের ভর্তি করা হয়। নিবাসীদের পড়াশোনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি প্রাথমিক বিদ্যালয় রযেছে এবং পরবর্তিতে পড়াশোনার জন্য নিবাসীদের বাইরের স্কুল, কলেজে ভর্তি করানো হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিবাসীদের জন্য কারিগরী প্রশিক্ষনের ব্যবস্থাও রয়েছে। এর মধ্যে টেইলারিং,ইলেকট্রনিক্স ও কম্পিউটার,ফুড প্রসেসিং এবং কমার্সিয়াল আর্ট উল্লেখযোগ্য।