গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত দুই শতাধিক যুগ্ম সচিব। আজ বুধবার(৬ সেপ্টেম্বর) দুপুরে ২১ ও ২২ তম বিসিএসের এসব কর্মকর্তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে কর্মকর্তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য ২১ ও ২২ তম বিসিএসের ২২১ কর্মকর্তা অতি সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবরা আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS