Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেভিনিউ ডেপুটি কালেক্টর কর্তৃক সদর উপজেলার বৈলতলী বাজার সরেজমিন পরিদর্শণ
Details

গত ১০ ডিসেম্বর ২০১৪ তারিখ সকাল ১১ ঘটিকায় রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব জিলাল হোসেন গোপালগঞ্জ সদয় উপজেলাধীন বৈলতলী বাজার, বৈলতলী ইউনিয়ন ভূমি অফিস সরেজমিন পরিদর্শণ করেন। পরিদর্শনকালে তিনি বৈলতলী বাজারের তোহা বাজার এলাকায় নদীর কূল ঘেঁষে অবৈধ বসতি গড়ে ওঠা এবং তোহা বাজার অত্যন্ত অপরিষ্কার -অপরিচ্ছন্ন দেখতে পান। বাজারের বিভিন্ন গলি পরিদর্শণকালে তিনি অবৈধভাবে দোকানের পরিধি বৃদ্ধি করা, সিঁড়ি তৈরি করে দোকানের কলেবর বৃদ্ধি করা এবং অনেক অবৈধ স্থাপনা দেখতে পান।

তিনি সংশ্লিষ্ট সকলকে সকল প্রকার অবৈধ স্থাপনা, বদ্ধিত ঘরঅংশ, দোকানের ঝাপের পরিবর্তে শাটার লাগানো এবং গলিপথ চলাচল উপযোগী রাখাসহ হাটের গুরুত্বপূর্ণ স্থানে টোল চার্ট স্থাপন করতে আগামী ১৭ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সময় বেঁধে দেন। কেউ বেঁধে সময়ের মধ্যে নির্দেশনা মোতাবেক কাজ না করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ ব্যাপারে শীঘ্রই একটি বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর পেশ করা হবে।

Images
Attachments