Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

গোপালগঞ্জ জেলার সাথে রাজধানী ঢাকা-এর সড়ক ও নৌ পথে যোগাযোগ রয়েছে। তবে কোন রেল অথবা বিমান যোগাযোগ নেই। সড়ক পথে আসতে গাবতলী বাস টার্মিনাল অথবা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি গোপালগঞ্জ জেলার বাস পাওয়া যায়। গোপালগঞ্জগামী বাস সার্ভিসগুলো হলো পলাশ, কমফোর্ট, টুংগীপাড়া এক্সপ্রেস, সোহেল, রাজধানী, বিআরটিসি, মধুমতি ইত্যাদি। তবে নৌ পথে শুধু মাত্র কোটালীপাড়া উপজেলার সাথে যোগাযোগ রয়েছে। কোটালীপাড়া উপজেলার পয়সারহাট থেকে সরাসরি ঢাকা সদরঘাট লঞ্চ চলাচল করে। বিভাগীয় শহর খুলনার সাথে গোপালগঞ্জ-এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। ঢাকা-মঙ্গলা মহাসড়ক হয়ে খুলনা যাতায়েত করা যায়। তাছাড়া গোপালগঞ্জ থেকে সহজে বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল এবং যশোর জেলায় যাতায়াত করা যায়।

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

জেলা প্রশাসকের কার্যালয়

গোপালগঞ্জ

ফোন : ০২-৬৬৮৫৫২১

ই-মেইল : dcgopalganj@mopa.gov.bd

ওয়েব সাইট ঠিকানা: www.gopalganj.gov.bd

 

বাস সার্ভিসসমূহ

মধুমতি পরিবহন

গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬০১৯৯৩৭(গোপালগঞ্জ)
০১৭১১৯০০৬১৯(ঢাকা)

টুংগীপাড়া এক্সপ্রেস
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬479631(গোপালগঞ্জ)
০১৭১6211642(ঢাকা)

দোলা পরিবহন
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া  ফেরিঘাট  
মোবাইলঃ ০১৭১১৩১১৭৫৬(গোপালগঞ্জ)
০১১৯৯০৩০১৮১(ঢাকা)

কমফোর্ট লাইন

গোপালগঞ্জ টু গাবতলী ভায়া পাটুরিয়া ফেরিঘাট

মোবাইলঃ ০১৭১৬৪৫৩০৬১