Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষা শাখা
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয় এর ২য় তলার কক্ষ নং ২০৭


নাগরিক সেবা

জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ

(শিক্ষা শাখা)

নাগরিক সনদ ( Citizen Charter)


 

ক্রমিক নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

 

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি স্থান

 ফি/চার্জেস

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর, ই-মেইল)

উর্দ্ধতন কর্মকর্তা যাঁর কাছে আপীল করা যাবে (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর, ই-মেইল)

 

০1

শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন অনুদান/আর্থিক বরাদ্দ প্রাপ্তির আবেদন প্রেরণ

০৩ (তিন) কার্যদিবস

১। নির্ধারিত ফরমে আবেদন।(ফরম নং- জেপ্রভো: ২৭)

২. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন।

৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

১‌. ফ্রন্ট ডেস্ক শাখা।

২.  শিক্ষা শাখা।

 

প্রযোজ্য নয়

 ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা শাখা,

ফোন নং-  

ই-মেইল: educationsectiongop@gmail.com

জেলা প্রশাসক, গোপালগঞ্জ

 

ফোন নং- +৮100-02-6685521

মোবাইল নং- +৮100-০১৭১৫-168498

ই-মেইল:dcgopalganj@mopa.gov.bd

০2

শিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান/আর্থিক বরাদ্দের চেক প্রতিষ্ঠানকে প্রদান।

০৩ (তিন) কার্যদিবস

১. সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিষ্ঠানের প্যাডে আবেদন।

২. উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশসহ অগ্রগামী পত্র।

১‌. ফ্রন্ট ডেস্ক শাখা।

২.  শিক্ষা শাখা।

 

প্রযোজ্য নয়

 

০3

শিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান/আর্থিক বরাদ্দের চেক ব্যক্তিকে প্রদান।

০৩(তিন) কার্যদিবস

১। নির্ধারিত ফরমে আবেদন।(ফরম নং- জেপ্রভো: ২৮)

২. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন।

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

১‌. ফ্রন্ট ডেস্ক শাখা।

২.  শিক্ষা শাখা।

 

প্রযোজ্য নয়


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

১। বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড, প্রাথমিক ও গণশিক্ষাঅধিদপ্তর এর অধীনস্থ সকল পরীক্ষা পরিচালনা ও তদারকি ।

২। শিক্ষাপ্রতিষ্ঠান পরির্দশ সংক্রান্তকার্যাদি।

৩। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকনিয়োগ পরীক্ষাসংক্রান্ত কার্যাদি।

৪। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/পরিচালনা কমিটি সংক্রান্তকার্যাদি।

৫। শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের অভিযোগের উপর কার্যক্রম গ্রহণ।

৬। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্তকার্যাদি।

৭। শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পুনঃ নির্মাণ ও মেরামত সংক্রান্তকার্যাদি ।

৮। ইসলামিক ফাউন্ডেশন এবং মসিজদ/মন্দির ভিত্তিক পাঠাগার কার্যক্রম তদারকি।

৯। আমত্মর্জাতিক/জাতীয় দিবসে সার্বিক সহযোগিতা।

১০। জেলা স্কাউট ও রোভার স্কাউট সংক্রান্ত কার্যাদি।

১১। শিক্ষাসংক্রান্তসরকার কর্তৃক বিভিন্ন সময়ে গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়ন।


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয় এর ২য় তলার কক্ষ নং ২০৭

টেলিফোন : ০২৪৭৮৮২১৪৫৬

ই-মেইল : dcgopalganj@mopa.gov.bd


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ