জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ এর নিচতলার কক্ষ নং ১০৫
শাখায় কোনো চলতি প্রকল্প নেই। শাখায় কোনো চলতি প্রকল্প নেই। শাখায় কোনো চলতি প্রকল্প নেই।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কার্যক্রম :
১) অফিসের কর্মকান্ডে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) এর সর্বোত্তম ব্যবহার;
২) সকল কমকর্তা এবং কর্মচারির কম্পিউটার দক্ষতা নিশ্চিতকরণ;
৩) ভিডিও কনফারেন্সের আয়োজন;
৪) জেলা তথ্য বাতায়ন সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদকরণ ;
৫) ই-গভর্নেন্স এবং ই-রিপোটিং বাস্তবায়ন;
৬) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ;
৭) জেলা, উপজেলার ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত/স্থাপিতব্য ই-সেবা কেন্দ্রসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনা নিশ্চিতকরণ;
৮) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সোব পৌঁছে দেয়ার কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণ ;এবং
৯) জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন।
জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ এর নিচতলার কক্ষ নং ১০৫
ই-মেইলঃ ictgopalganj@gmail.com
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস