এই এলাকার ছেলেমেয়েদের তখন নদীপার হয়ে ৪কি.মি.দুরে আড়পাড়া আর নয়তো ৪কি.মি. দুরে গোপালগঞ্জ লেখাপড়া করতে যেতে হত। এতে নানা বিধ অসুবিধা দেখা দিত। এক দিকে নদীপার অন্যদিকে শহরে জীবনের ঝুঁকিনিয়ে স্কুলে যেতে হত।তাই তখন অত্র ৭টিগ্রামের মুরব্বীগনকে একত্রিত করে উন্নত জীবনযাপনের জন্য ভবিষ্যৎ চিন্তাভাবনা করে, শিক্ষার কোন বিকল্প নেই, এই চিন্তা ধারা মাথায় রেখে ছেলে মেয়েদের মানুষের মত মানুষ করার জন্য প্রতিষ্ঠাতা জনাব শেখ আছাদুররহমান ১৯৯৬ সালের ১লা জানুয়ারী এইবিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।
বর্তমান কোন নিয়মিত কমিটি নেই।এডহক কমিটি প্রক্রিয়াধীন।
জে. ডি. সিপরীক্ষায়৩বছরেরফলাফল:
পাশেরসন পরীক্ষার্থীরসংখ্যা উত্তীর্ন পাশেরহার
২০১০ ৩৩ ১৩ ৪০%
২০১১ ৩৪ ১৪ ৪১%
২০১২ ৪৯ ১০ ২০%
হরিদাসপুর সপ্তপল −ীনিম্ন মাধ্যমিক বিদ্যলয়টি নবম শ্রেণী খোলার জন্য জোর চেষ্টা চলছে এবং বিদ্যালয়টিতে একাট তিন কক্ষ বিল্ডিং তৈরিরজন্য সরকারী ভাবে চেষ্টা চলছে।এছাড়াছাত্র-ছাত্রীদের লেখাপড়াও বিদ্যালয়ের পরিবেশেরমান উন্নয়নের জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
গোপালগঞ্জ সদর হইতে ৪কি.মি উত্তরপশ্চিমে, মধুমতিনদীরপাড়ে, গোপালগঞ্জ১০০মেগাওয়াট পিকিং পাওয়ার
প−ান্টেরপূর্ব পার্শ্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস