বিদ্যালয়টি গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া মধুমতি সুপার মার্কেটের দক্ষিণ পাশে অবস্থিত। ডাকঘরঃ গোপালগঞ্জ, উপজেলাঃ গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ।
বিদ্যালয় কোডঃ ৬৭৭৯, EIIN : ১০৯৪২৯, উপজেলা কোডঃ ২৬২, জেলা কোডঃ ৩৩
তদানিন্তন এসডিও জনাব আব্দুল বারী সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং তদানিন্তন আওযামীলীগ সভাপতি জনাব ডাঃ ফরিদ আহমেদ সাহেবের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী জনাব হেমায়েত উদ্দিন মিয়া ও মহেন্দ্রনাথ চৌধুরীর দানকৃত জমির উপরে বিদ্যালয়টি গড়ে ওঠে।
বর্তমানে বিদ্যালয়ে নিয়মিত কমিটি নেই। এডহক কমিটি প্রক্রিয়াধীন আছে।
পরীক্ষার সাল | পরীক্ষার্থী | উত্তীর্ণ | অনুত্তীর্ণ | শতকরা হার |
২০০৯ | ১১ | ০৪ | ০৭ | ৩৬.৩৬ |
২০১০ | ১৪ | ০৯ | ০৫ | ৬৪.২৯ |
২০১১ | ১২ | ১০ | ০২ | ৮৩.৩৩ |
২০১২ | ১৫ | ১৫ | ০০ | ১০০ |
২০১৩ | ২৭ | ২৬ | ০১ | ৯৬.৩০ |
০৫ (পাঁচ) বছরের এস,এস,সি পরীক্ষার ফলাফল
খেলাধুলায় যথেষ্ট কৃতিত্বের অবদান আছে। বিগত ০২ বছরের এস,এস,সি পরীক্ষার পাসের হার সন্তোষজনক।
বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হলে কলেজ শাখা এবং ভোকেশনাল শাখা চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়নকল্পে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।
গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ গোপালগঞ্জ, উপজেলাঃ গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ।
E-mail: : gopalgonjgirlshighschool@yahoo.com
ফোনঃ ০২-৬৬৮১৩৮৭, *মোবাইলঃ ০১৭১৬-৬৭৯৮৩৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস