অত্র বিদ্যালয়টি গোপালগঞ্জ-টুংগীপাড়া সিএন্ডবি রোডের দক্ষিন পাশে পশ্চিমমুখী দুইটি টিনসেড গৃহে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের সম্মুখে একটি উপযু্ক্ত খেলার মাঠ সহ প্রথমিক বিদ্যালয়, একটি পাকা রাস্তা ও তার পার্শ্বে একটি মসজিদ অবস্থিত।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব শেখ নাদির হোসেন লিপু সাহেব স্থানীয় গরিব জনসাধারনের ছেলেমেয়েদের শিক্ষালাভের নিমিত্তে 1997 সালে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ অবৈতনিক বিদ্যালয়টি স্থানীয় জনসাধারনের কল্যানে যথেষ্ট অবদান রেখে চলেছে। স্থানীয় গণ্যমাণ্য ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতায় বিদ্যালয়টি দিন দিন সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টি নবম শ্রেণি খোলা হয়েছে এবং প্রথমিক অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।
নাম পদবী
জনাব শেখ নাদির হোসেন লিপু সভাপতি
জনাব মোঃ আঃ সালাম শেখ কো -অপট সদস্য
জনাব মনিরুজ্জামান সিকদার দাতা সদস্য
জনাব শেখ মোঃ মাহমুদুল আলম শিক্ষক প্রতিনিধি
জনাব মোঃ আবুল ফজল শিক্ষক প্রতিনিধি
জনাবা শিখা মন্ডল মহিলা শিক্ষক প্রতিনিধি
জনাব লুৎফর রহমান মুন্সী অভিভাবক সদস্য
জনাব আব্দুল হাই মোল্লা অভিভাবক সদস্য
জনাব ধীরেন্দ্র নাথ বিশ্বাস অভিভাবক সদস্য
জনাবা শামসুন্নাহার বেগম মহিলা অভিভাবক সদস্য
জনাব মোঃ ফায়েক শেখ অভিভাবক সদস্য
জনাব শংকর কুমার সাহা প্রধান শিক্ষক ও সম্পাদক
বিগত ৩ বছরের পাবলিক বা সমাপনী পরীক্ষার ফলাফল
সন মোট পরীক্ষার্থী মোট কৃতকার্য পাসের হার
২০১০ ২০ ০২ ২০%
২০১১ ২৭ ২১ ৭৮%
২০১২ ২৫ ২৪ ৯৬%
উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 2013
ষষ্ঠ শ্রেণি 20 জন
সপ্তম শ্রেণি 10 জন
অষ্টম শ্রেণি 06 জন
নবম শ্রেণি
দশম শ্রেণি
2012 সালের জেএসসি পরীক্ষায় পাসের হার 96%
অবকাঠামোগত উন্নয়ন ও কাঙ্খিত শিক্ষা অর্জনের লক্ষ্যে অত্র বিদ্যালয় নবম শ্রেণির পাঠদানে অনুমতি প্রাপ্তির পরিকল্পনা এবং মাধ্যমিক বিদ্যালয় রূপান্তরিত করা। শিখন বান্ধব পরিবেশে পাঠ দানের ব্যবস্থা করা।
কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
ডাকঘরঃ কুশলী ইসলাশিয়া
উপজেলাঃ টুংগীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ
মোবাইল নম্বরঃ 01714-242034
Email: kushlikhansahebjrhs@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস