গোপালগঞ্জ জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ জেলা শহর ও শহরতলীর নারীদের মধ্যে ধর্ম-কর্ম সমন্বীত বাস্তবমূখী গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ জনাব মুহাম্মাদ আব্দুল হামীদ দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এ মাদ্রাসাখানা গড়ে তোলেন। প্রথমে ইহা ১৯৯৬ সালে দাখিল স্তরে স্বীকৃতিপ্রাপ্ত এবং ১৯৯৯ সালে আলিম স্তরে বাংলাদেশ মাদরাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে এবং ২০০৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক কম্পিউটার ও ড্রেস মেকিং এ্যান্ড টেইলারিং ২টি ট্রেড স্বীকৃতি লাভ করে। ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত ৩০টি মডেল মাদরাসার মধ্যে এ মাদরাসাটি অন্যতম। সর্বশেষ ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কর্তৃক ফাযিল স্নাতক শ্রেণী অনুমোদন লাভ করে সুচারুভাবে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে।
ক্রমিক নং নাম পদবী
০১ জনাব মোঃ ছাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গোপালগঞ্জ। সভাপতি
০২ ” মুহাম্মাদ আব্দুল হামীদ প্রতিষ্ঠাতা সদস্য
০৩ ” মোঃ আলী নঈম খান জিমি শিক্ষানুরাগী সদস্য
০৪ ” মোঃ মুশফিকুর রহমান (লিটন) অভিভাবক সদস্য
০৫ ” মোঃ রফিক আহমদ অভিভাবক সদস্য
০৬ ” মোঃ আকবার আলী অভিভাবক সদস্য
০৭ ” মোঃ মফিজুল ইসলাম অভিভাবক সদস্য
০৮ ” সেলিনা বেগম সংরক্ষিত মহিলাঅভিভাবক সদস্য
০৯ ” শামীম আরা শেফালী শিক্ষক প্রতিনিধি সদস্য
১০ ” মাফরুহা জামান শিক্ষক প্রতিনিধি সদস্য
১১ ” আবু হানিফ শিক্ষক প্রতিনিধি সদস্য
১২ ” মোঃ নজরুল ইসলাম আল-মারুফ অধ্যক্ষ, সম্পাদক
পাবলিক পরীক্ষার ফলাফল (বিগত ০৫ বছরের) ঃ
সাল পঞ্চম (সমাপনী) জেডিসি (অষ্টম) দাখিল আলিম
মোট পাশ মোট পাশ মোট পাশ মোট পাশ
২০০৯ ৫৫ ৫০ ৯১% ১৪০ ১৩০ ৯৩% ১১৬ ১১১ ৯৫.৬৮% ৮৪ ৭৮ ৯২.৮৬%
২০১০ ৩৫ ৩৫ ১০০% ৮৯ ৮৬ ৯৬.৬২% ১৬১ ১৬০ ৯৯.৩৭% ৪৫ ৪১ ৯১.১১%
২০১১ ৭৪ ৭৩ ৯৯% ১৪২ ১৩৩ ৯৩.৬৬% ১৫০ ১৪২ ৯৪.৬৬% ৫৩ ৩৬ ৬৭.৯২%
২০১২ ৫৩ ৫৩ ১০০% ১০৯ ১০৬ ৯৭.২৫% ১৬৮ ১৫৫ ৯২.২৭% ৭৮ ৭৮ ১০০%
২০১৩ --- --- --- --- --- --- ৮৫ ৮৫ ১০০% ৮০ ৭৭ ৯৬.২৫%
ফলাফলে ২০০৩ সালে আলিম পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার, বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৮ সালে মডেল মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ, মডেল মাদরাসা হিসেবে শিক্ষা উপকরন, ল্যাপটপ কম্পিউটার, ডেক্সটপ কম্পিউটার, মল্টিমিডিয়া প্রযেক্টর প্রাপ্ত, লাইব্রেরী, ২০১৩ সালে মেধাঅন্বেষা বিকাশ ও বিজ্ঞান মেলায় ১ম স্থান অধিকার, বার্ষিক ক্রীড়া, সাপ্তাহিক ও বিভিন্ন কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণ।
স কামিল (এম.এ) শ্রেণী চালুকরন।
ক্স ছাত্রীদের জন্য হোষ্টেল নির্মান।
ক্স ছাত্রীদের জন্য ক্বেরাত ও হিফজখানা চালুকরন।
ক্স ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় নারীদের প্রতিষ্ঠিত করা।
শেখ রাসেল পার্ক সংলগ্ন, প্রধান সড়কপথের পশ্চিম পার্শে¦ অবস্থিত।
মোঃ নজরুল ইসলাম আল-মারুফ
অধ্যক্ষ
গোপালগঞ্জ মহিলা ফাযিল স্নাতক মডেল মাদরাসা
গোপালগঞ্জ।
মোবাঃ ০১৭১৪-২০১৩৫৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস