বিদ্যালয়টি ১০.৩২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। মূল ভবনটি ট আকৃতির আঁধা পাকা টিন সেড। এছাড়া রয়েছে বিজ্ঞানাগার,ছাত্রাবাস,মস্জিদ ও প্রধান শিক্ষকের বাসভবন। ভবন সমূহের মোট কক্ষ সংখ্যা ২৪ টি। যেখানে শ্রেণী কার্যক্রম ছাড়াও রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক বিশ্রামাগার,ছাত্র-ছাত্রীদের কমন রুম। কমন রুমে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক খেলার সামগ্রী। বিদ্যালয়ে আরও রয়েছে গ্রন্থাগার, কম্পিউটার,খেলার মাঠ,পুকুর ও অগনিত ফলজ ও বনজ বৃক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্রের ব্যবস্থা। সব মিলে উক্ত বিদ্যালয়টি মনোরম পরিবেশে শিক্ষার্থীদের যুগোপযোগী পাটদান করে আপন মমিায় গৌরাম্বিত।
মধুমতি নদী বিধৌত পূর্বে নিজামকান্দি, পশ্চিমে শুকতাইল,দক্ষিনে চন্দ্রদিঘলিয়া এবং উত্তরে ফুকরা ইউনিয়ন বেষ্টিত গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের এক অজ পল্লীতে গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়টি কোন এক শুভক্ষণে অত্র গ্রামের দুইজন ক্ষনজন্মা মহাপুরুষ জনাব আব্দুল লতিফ শরীফ ও বাবু পূর্ণ চরণ মল্লিকের যৌথ উদ্যোগে ও সক্রিয় আর্থিক অনুদানে ১৯০১ সনে একটি জুনিয়র হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় এতে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসেন আরও তিন জন খ্যাতিমান পুরুষ বাবু দেবনারায়ন চৌধুরী, বাবু দূর্গাচরণ মজুমদার এবং বাবু কুমুদ রঞ্জন বিশ্বাস। এদেরই অক্লান্ত শ্রম কর্মপ্রচেষ্টা, জায়গা জমি ও অর্থদানের ফলশ্রুতিতে তদানিন্তন ব্রিটিশ সরকার কর্তৃক ১৯১১ সনের ১৫ই জুনে গোপীনাথপুর হাই স্কুল (যাহা তদান্তিন ইংলিশ স্কুল) হিসেবে স্বীকৃতি প্রাপ্তির পর থেকেই এর অগ্র যাত্রা শুরু হয়্। অতপর এ পর্যন্ত অত্র বিদ্যালয়টি বহু প্রতিভাবান ও কৃতি ছাত্রের জন্ম দিযে কালের স্মৃতি পটে এতদাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে সুধী মহলে পরিচিতি লাভ করে। এরই ধারাবাহিকতায় সকল চড়াই-ওতরাই পার হয়ে সফলতার সিঁড়ি বেয়ে সমহিমায় উজ্জলতার স্বাক্ষর রেখে ২০১১ সনের ১৪ই জুনে বিদ্যালয়টি শত বছরের সোপানে পদার্পণ করেছে।
বর্তমানে বিদ্যালয়টি ১১ সদস্য বিশিষ্ট কার্যকরিপর্ষদের সদা জাগ্রত সতর্ক দৃষ্টি ও দক্ষ পরিচলনায়, ১১ জন প্রশিক্ষনপ্রাপ্ত এম,পি,ও ভুক্ত অভিজ্ঞ শিক্ষক, ৪ জন প্রতিভাদর ক্ষন্ডকালীন শিক্ষক,১ জন গ্রন্থাগারিক, ন্যাশনাল সার্ভিস কর্তৃক প্রেরিত ৩ জন মেধাবী শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের উদিয়মান তরুন প্রধান শিক্ষকের জোর তৎপরতায় কঠোর হুশিয়ারি ও নিরলস কর্ম প্রচেষ্টায় যুগোপযোগী আধুনিক শিক্ষাদানের নিমিত্ত নিজেকে উজাড় করে বিদ্যালয়ের সুনাম ও যশোগাঁথা ধরে রাখার জন্য প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে একদিকে বিদ্যালয়ের সুখ্যাতি যেমন বেড়েছ অন্যদিকে তেমনই উহার ছাত্র সংখ্যাও ্উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে।
ক্রমিক নং সভ্যবৃন্দের নাম পদবী
১ জনাব মজিবুল হক শরীফ সভাপতি
২ জনাব মিজানুর রহমান মোল্যা শিক্ষক প্রতিনিধিসদস্য
৩ বাবু দিলীপ চন্দ্র বিশ্বাস শিক্ষক প্রতিনিধিসদস্য
৪ হেলেনা পারভীন সংরক্ষিত মহিলা প্রতিনিধিসদস্য
৫ শরীফ মিজানুর রহমান অভিভাবক সদস্য
৬ মোরাদ শরীফ অভিভাবক সদস্য
৭ শরীফ আতাউর রহমান অভিভাবক সদস্য
৮ হান্নান শেখ অভিভাবক সদস্য
৯ তিথি মনি সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০ হায়দার আলী শেখ কো-অপ্ট সদস্য
১১ নেওয়াজ মোহাম্মদ হাবীব আহ্সান প্রধান শিক্ষক
এস.এস.সি পরীক্ষার্থী পাশের সংখ্যা জে.এস.সি পরীক্ষার্থী পাশের সংখ্যা
২০১১ ৯৫ জন ৭৮ জন ২১০ ১৩০
২০১২ ১১৯ জন ১০৬ জন ১৬৯ ১৪৬
২০১৩ ১০০জন ৮৭জন
খেলা ধুলায় বিশেষ পারদর্শিতা অর্জন। উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন ফুটবল/ব্যাটমিন্টন
শিক্ষার মান উন্নয়ন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস