১৯৯০ সালে ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে থানাপাড়ায় বুকভরা আশা নিয়ে ছোট্ট সোনামণিদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য মোহাম্মদ আবু হোসেন অনির্বাণ স্কুল নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মাত্র ১২০ জন ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলের যাত্রা শুরু হয়। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় গাছ তলায় ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হতো। পর্যায়ক্রমে তিলে তিলে স্কুলগৃহ নির্মাণ করা হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে অনির্বাণ স্কুল আজ গোপালগঞ্জের একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। মনোরম শ্রেণিকক্ষে সুযোগ্য শিক্ষক মন্ডলী ছোট্ট সোনামণিদের যত্নসহকারে পাঠদান করান।
১৯৯০ সাল থেকে কৃতিত্ত্বের সাথে সকল জাতীয় অনুষ্ঠানে (মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) অংশ গ্রহণ করে আসছে। সরকারি - বেসরকারি পর্যায়ে অনুষ্ঠিত সকল প্রতিযোগিতায় স্থান দখল করে আসছে। উল্লেখ্য
২০১৩ সালের মহান বিজয় দিবসে গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে তৃতীয় স্থান ও ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে। বাংলা নববর্ষের (১ বৈশাখ) র্যালিতে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। ২০১৪ স্বাধীনতা দিবসে ডিসপ্লে ও কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করে। ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনির্বাণ স্কুলের বৃত্তির ফলাফল খুবই সম্মান জনক ছিল। ২০০৯ সাল থেকে ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। নিজ জেলার মধ্যে পরীক্ষার খাতা পরীক্ষণ ও নিরীক্ষণ করায় ধীরে ধীরে আমাদের বৃত্তির ফলাফল খারাপ হতে থাকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম ( ১৯৯৬ সালে) জন্ম বার্ষিকী ও জাতীয়
শিশু দিবসে টুঙ্গীপাড়ায় অনুষ্ঠিত শিশু সমাবেশে তৎকালীন অণির্বাণ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র বদরুল আলম নয়ন সভাপতিত্ব করে। এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম বার্ষিকীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অনির্বাণ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী নবনী নুসরাত খান অথৈ প্রথম স্থান অধিকার করে এবং টুঙ্গীপাড়ায় শিশু সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে প্রথম পুরষ্কার গ্রহণ করে। অনেক ঘাত-প্রতিঘাত বাধা ও বিপত্তি অতিক্রম করে দিন-মাস- যুগ পেরিয়ে আগামী ২ ফেব্রুয়ারি ২০১৫ সালে অনির্বাণ স্কুল পূরণ করবে ২৫টি বছর। এই উপলক্ষ্যে ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ আমরা আয়োজন করতে যাচ্ছি এক বর্ণাঢ্য আনন্দ অনুষ্ঠান, পুনর্মিলন ও মত বিনিময় সভা তথা অনির্বাণ স্কুলের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী ২০১৫।
অনির্বাণ স্কুল, ২১, ডি.সি রোড, থানাপাড়া, গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস