অনেক আগে ছেকেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গোপালগঞ্জ সদরে একটি আদশ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছিলেন। অবশেষে ১৯৯৪ সালে “যগশিখা সংঘ” নামের একটি সামাজিক প্রতিষ্ঠান প্রয়োজনীয় জমি দান করে। উক্ত জমিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়।
১১ সদস্যের নিয়মিত ম্যানেজিং কমিটির সুদক্ষ পরিচালনায় স্কুলটি পরিচালত হচ্ছে।
২০১০ সালে মোট পরীক্ষার্থী ৮৩ জন, কৃতকায- ৬৯ জন, পাশের হার ৮৪%
২০১১ সালে মোট পরীক্ষার্থী ৮৬ জন, কৃতকায- ৭২ জন, পাশের হার ৮৪%
২০১২ সালে মোট পরীক্ষার্থী ৭৭ জন, কৃতকায- ৬৩ জন, পাশের হার ৮২%
জেলা প্রশাসন অয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও খেলাধূলায় অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তি।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিকে পূণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ দিয়ে এতদঞ্চলের শ্রে্ষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস