গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাতইল ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ভাদুলিয়া গ্রামে অবস্থিত। কাশিয়ানী উপজেলা থেকে ৭.২ কিঃমিঃ এবং গোপালগঞ্জ জেলা থেকে ২৬ কিঃ মিঃ দূরে বিদ্যালয়টি অবস্থিত। ভাদুলিয়া নিবাসী জনাব ফিরোজ আহমেদ বীর মুক্তিযোদ্ধা ও ইসমাইল আহমেদ এর দানকৃত ০.৭৫ একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব ফিরোজ আহমেদ ও ইসমাইল আহমেদ এর অর্থায়নে এবং জমি দানে এলাকা বাসীর সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
নিয়মিত ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত।
জে.এস.সি ফলাফল ঃ
সাল পরীক্ষার্থীর সংখ্যা পাসের সংখ্যা পাসের হার
২০১০ ৩০ ১৫ ৫০%
২০১১ ৫৬ ২১ ৩৮%
২০১২ ৮৫ ৬২ ৭৩%
এস.এস.সি ফলাফল ঃ
সাল পরীক্ষার্থীর সংখ্যা পাসের সংখ্যা পাসের হার
২০১২ ১৩ ১১ ৮৫%
২০১৩ ২৭ ২০ ৭৪%
বিদ্যালয়ের শিক্ষার্থীদের জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার ফলাফল ১০০% এ উন্নীত করা। বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিনত করা।
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে গোপালগঞ্জ মুখী ঘোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে হাতের বাম দিকে একটু দূর এগুলেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এছাড়া যোগাযোগের ক্ষেত্রে-
ভাদুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
গ্রামঃ ভাদুলিয়া,
ডাকঘরঃ ঘোনাপাড়া,
উপজেলা ঃ কাশিয়ানী,
জেলা ঃ গোপালগঞ্জ। এম.পি.ও কোড নং-৩৪০২১৯১২০৪
bahsgop2000@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস