গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন ১২নং উলপুর ইউনিয়নের ৪৯ নং পদ্মবিলা মৌজায় নিজড়া সিকিপাড়া এস,কে,এম, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত।
গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন ১২নং উলপুর ইউনিয়নের ৪৯ নং পদ্মবিলা মৌজায় নিজড়া সিকিপাড়া এস,কে,এম, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এলাকাটি ছিল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, দরিদ্র জনগনের ছেলে মেয়ে দূরে গিয়ে লেখাপড়া করা সম্ভব নয় মর্মে স্থানীয় জনগনের দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রমের সার্বিক সহযোগীতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনের প্রচেষ্ঠায় বিদ্যালয়টি গড়ে ওঠে।
ম্যানেজিং কমিটি : ০৭/০৬/২০১১ থেকে ০৬/০৬/২০১৩ পর্যন্ত (এখন প্রক্রিয়াধীন)
এস,এস,সি তিন বছরের ফলাফল :
পরীক্ষার বছর পরীক্ষার্থীর সংখ্যা কৃতকার্য পাসের হার
২০১০ ১০ জন ০৮ জন ৮০%
২০১১ ০৯ জন ০৯ জন ১০০%
২০১২ ২১ জন ২১ জন ১০০%
নবম শ্রেনীর খোলার সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজড়া সিকিপাড়া এস,কে,এম, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
স্থাপিত: ১৯৭৩ ইং
ডাকঘর: বৌলতলী, জেলা:গোপালগঞ্জ সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস