A warm welcome to Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University (BSMRSTU) Official Website. On the vast panorama of a lot of greenery and space this university start its academic functionality. we already have four faculties and five departments. Now in 2012-13 session we are going to open two more faculties and six new departments.
Welcome to the website of Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University (BSMRSTU).
BSMRSTU is established at 2001 by the name of our great leader and father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman, who was born in Tungipara of Gopalganj. This university has a great vision to flourish research and innovation in the field of science and technology. BSMRSTU prides itself for the depth of its involvement in science and technology. It has a great vision to demonstrate its excellence and brilliance in teaching and research. The esteemed academicians have dedication and commitment in conveying their wisdom and enlightening the path of the national development beyond normal boundaries.
From its humble beginning in 2001, BSMRSTU has expanded its frontiers in various fields of science and technology such as Computer Science and Engineering, Electrical and Electronic Engineering, Applied Physics and Electronics, Mathematics, Statistics, Analytical and Environmental Chemistry, Pharmacy, Management, Accounting and Information Systems, Economics, Sociology, Public Administration, English and Bangla. It has established Bangabandhu Institute of Liberation War and Bangladesh Studies in order to confer M.Phil. and Ph.D. degrees. BSMRSTU strives towards excellence through the practice of high quality culture in teaching and research. It aims to become a world class university with the vision of being an academic hub that creates the intellectual capital required for the development of the nation and sustaining the growth of the country. Attention is paid to global social and cultural changes for framing the academic programme. It maintains a constant link with industries and businesses.
রিজেন্ট বোর্ডের সদস্যদের তালিকাঃ
চেয়ারম্যান
প্রফেসর ড. এম. খায়রুল আলম খান
ভাইস-চ্যান্সেলর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
সদস্যবৃন্দ
1. নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)
মাননীয় সংসদ সদস্য,বাংলাদেশ জাতীয় সংসদ।
2. বেগম নিলুফার জাফর উল্লাহ
মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ।
3. বেগম জিকরুর রেজা খানম
যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়), শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
4. জনাব মোঃ জিল্লার রহমান
বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা।
5. প্রকৌশলী মোঃ আলী জুলকারনাইন
সদস্য, পরিকল্পনা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও, ঢাকা।
6. প্রফেসর ড. মোঃ আজিজুল ইসলাম
রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
7. ড. মোঃ সাইদুল ইসলাম
মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, সাভার, ঢাকা।
8. প্রফেসর ড. এম আলাউদ্দিন
মাননীয় উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
9. প্রফেসর ড. আলী আসগর
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা।
10. প্রফেসর ড. আব্দুস সোবহান
ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
11. প্রফেসর তাসলিমা বেগম
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
12. কাজী আকরাম উদ্দিন আহমদ
সভাপতি, এফবিসিসিআই ও চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
13. প্রফেসর ড. মোঃ শাহজাহান
সভাপতি, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
14. মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া
সভাপতি, ইংরেজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
15. প্রফেসর এম এ হাই
অধ্যক্ষ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।
16. প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান
অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান ও তাদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খান ব্যক্তিগত উদ্যোগে তাঁর প্রয়াত মাতা সালেহা বেগমের নামে ‘সালেহা বেগম বৃত্তি’ প্রবর্তন করেন। ২০১৩ সাল থেকে প্রতি বছর ৫ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এ বছর বৃত্তিপাপ্ত শিক্ষার্থীরা হলেন- এপিই বিভাগের মৌসুমী কুন্ডু, ব্যবস্থাপনা বিভাগের রুহুল আমিন, গণিত বিভাগের আশিস বিশ্বাস, ইংরেজি বিভাগের শিউলি ঠাকুর ও সিএসই বিভাগের পার্থ সারথী সরকার। এছাড়াও বেশ কিছু শিক্ষার্থী প্রতিবছর শিক্ষা বোর্ডসমূহ থেকে শিক্ষা বৃত্তি পেয়ে থাকে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জানুয়ারি ২০১৩ তারিখে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদধূলী দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস ও একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রথম পর্যায়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে চারটি অনুষদ; ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বিজনেস স্টাডিস এবং হিউমেনিটিজ অনুষদে পাঁচটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ৬টি অনুষদের অধীনে ১৪ বিভাগে সর্বমোট ১৩৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম পুরোদমে চলছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘‘Bangabandhu Institute of Liberation War and Bangladesh Studies’’ এর অধীনে এমফিল ও পিএইচডি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোর (একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় ক্যাফেটারিয়া, হল ৩টি, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন, শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরি ২টি, কেন্দ্রীয় মসজিদ, বাউন্ডারি ওয়াল, অভ্যমত্মরীন রাসত্মা ও বিশুদ্ধ পানি শোধনাগার ইত্যাদি) নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
এছাড়াও সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য একনেকে ১০৫ কোটি টাকার ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’’ পাশ হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ কে টার্গেট করে ভাইস-চ্যান্সেলর মহোদয় ১০বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। মাত্র ০৫টি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরম্ন হলেও বর্তমানে ১৪টি বিভাগ খোলা হয়েছে এবং ২০২১ সাল নাগাদ পর্যায়ক্রমে ৩২টি বিষয় খোলার লক্ষ নির্ধারণ করা হয়েছে। যেখানে আরও দুটি গবেষণা ইনস্টিটিউট খোলা হবে। যার একটি ইতোমধ্যে যাত্রা শুরম্ন করেছে। শুরু হওয়া ইনস্টিটিউটের নাম হলো ‘‘Bangabandhu Institute of Liberation War and Bangladesh Studies’’। এ ইনস্টিটিউট বাংলাদেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরম্নত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছেন, যে শিক্ষানীতির ফলে তৈরি দক্ষ জনসম্পদ শুধু দেশের সম্পদই নয় বিশ্বেরও সম্পদ হতে পারেন। এ দক্ষ জনসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচেছ।
গোবরা, ঘোনাপাড়া, গোপালগঞ্জ।
ফোনঃ 01750154447, 01750154445, 01750154446
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস