প্রাচীন গোপালগঞ্জের বিশিষ্ট কয়েক জনের কাছে প্রাপ্ত বিবরণ অনুযায়ী জানা যায় যে, বিদ্যালয়টি ১৯৫০ সালে সীতানাথ বাবু প্রতিষ্ঠা করেছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে এর নাম ছিল এস, এন একাডেমী অর্থাৎসীতানাথ একাডেমী। পরবর্তীতে মথরানাথ মিশন স্কুল এর স্থলে এর স্থলে কায়েদে আজম কলেজ প্রতিষ্ঠা কালে মিশনস্কুলের মথুরানাত বাবুর নামটি এ স্কুলের নামের সংগে যুক্ত হয়ে সীতানাথ মথুরানাথ উচ্চ বিদ্যালয় নাম করণ করা হয় যার সংক্ষিপ্ত নাম এস, এম ,মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৭০ সালে জাতীয় করণ করা হয় ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বনামধন্য বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন।
সভাপতি: জেলা প্রশাসক.গোপালগঞ্জ।
সদস্য: অধ্যক্ষ, বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ,গোপালগঞ্জ।
সদস্য: সিভিল সার্জন, গোপালগঞ্জ সদও হাসপাতাল, গোপালগঞ্জ।
সদস্য: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ।
সদস্য সচিব: প্রধান শিক্ষক, এস,এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ।
জে.এস.সি পরীক্ষার ফলাফল
সন মোট পরীক্ষার্থী মোট কৃতকার্য মোট অকৃতকার্য পরীক্ষায়অনুপস্থিত পাশের হার
২০১০ ১৭২ ১৭০ ০০ ০২ ৯৮.৫৮%
২০১১ ২৩৭ ২৩৬ ০১ ০০ ৯৯.৫৮%
২০১২ ২২৯ ২২৬ ০১ ০২ ৯৮.৬৯%
এস.এস.সি পরীক্ষার ফলাফল
সন মোট পরীক্ষার্থী মোট কৃতকার্য মোট অকৃতকার্য পরীক্ষায়অনুপস্থিত পাশের হার
২০১০ ১৫৩ ১৫০ ০৩ ০০ ৯৮.০৪%
২০১১ ১২৪ ১২৩ ০১ ০০ ৯৯.১৯%
২০১২ ১৫৬ ১৫২ ০২ ০২ ৯৭.৪৪%
জেলায় সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত।
২০১৩ সালে এস,এস,সি পরীক্ষায় ১০০% পাশ।
২০১২ সালে জে,এস,সি পরীক্ষায় ৯৮.৬৯% পাশ।
২০১১ সালে শেখ রাসেল স্মৃতি জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে বাংলাদেশের সেরা ১০ টি বিদ্যালয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নতি করা।
এস.এম.মডেল গভঃ হাইস্কুল, ডাকঘরঃগোপালগঞ্জ, উপেজেলাঃগোপালগঞ্জ, জেলাঃগোপালগঞ্জ,
টেলিফোনঃ ০২৬৬৮৫২৭৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস