গত ৩০ জানুয়ারি ২০১৫ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. মোতাহার হোসেনের নেতৃত্বে কোটালীপাড়া উপজেলাধীন রাড়ির বিল মৌজায় ১.০৪ একর আয়তনের সরকারি পুকুর অবৈধ দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত সরকারি পুকুরের মাছ জেলেদের মাধ্যমে ধরা হয়। ধৃতমাছ স্থানীয়ভাবে নিলামে বিক্রি করা হয়। নিলামে প্রাপ্ত অর্থ যথানিয়মে ভূমি মন্ত্রণালয়ের ৭ নম্বর কোডে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট তহশিলদারকে নির্দেশ দেয়া হয়। সরকারি পুকুর উদ্ধার অভিযানে রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব জিলাল হোসেন, সহকারী কমিশনার(ভূমি), কোটালীপাড়া উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশসাক(রাজস্ব) জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। ক্রমান্বয়ে জেলার সকল সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস