Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জিআই পণ্য গোপালগঞ্জের রসগোল্লা।

অদ্য ২৫ এপ্রিল ২০২৪ জিআই পণ্য হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক সনদ পেলো গোপালগঞ্জের রসগোল্লা। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এই সনদ বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে এই সনদ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। 

অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধিনস্ত প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)। বাংলাদেশের ১৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নতুন করে এই সনদ পেলো আজ। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিটির মহাপরিচালক জনাব মোঃ মুনিম হাসান।

ডিপিডিটি জার্নাল : রসগোল্লা.pdf