জনগণকে সহজে তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ এর নিচতলায় ফ্রন্ট ডেস্ক স্থাপন করা হয়েছে। ফ্রন্ট ডেস্কের মাধ্যমে দ্রুত জনসেবা প্রদানের লক্ষ্যে এখানে ইন্টারনেট সুবিধাসহ কম্পিউটার ও টেলিফোন সংযোজন করা হয়েছে । ফ্রণ্ট ডেস্ক হতে অফিস চলাকালে একজন কর্মকর্তার তত্ত্ববাবধানে সার্বক্ষণিকভাবে ০৪(চার)জন অফিস সহকারী জনগণকে বিভিন্ন তথ্য প্রদান করছেন এবং বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের জন্য সহায়তা করছেন। ফ্রন্ট ডেস্কে আপনার যে কোনো আবেদন জমা দিতে পারেন। আমাদের ফ্রণ্ট ডেস্ক ভিজিট করার সময় ওখানে রক্ষিত রেজিস্টারে আপনার নাম ঠিকানা (মোবাইল নাম্বারসহ) লিপিবদ্ধ করে রেখে যেতে পারেন। যাতে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে চাহিত তথ্যাদি দেয়া যায়।
ফন্টডেস্কে নিয়োজিত কর্মচারীগণের তালিকা:
ক্রঃনং |
নাম |
পদবী |
মোবাইল |
০১ |
মোঃ কামরুজ্জামান |
অফিস সহকারী |
০১৯২৩১৩০১৩০ |
০২ |
শেখ জাবেদ হোসেন |
অফিস সহকারী |
০১৭১৯৮১০২৮০ |
০৩ |
মোঃ অহিদুর রহমান |
অফিস সহকারী |
০১৭৯৯৪৮৬৭২৫ |
০৪ |
মোঃ এরশাদুজ্জামান |
জারিকারক |
০১৮৫১৩৬৬৩৭২ |
|
|
যেকোন তথ্যের জন্য ভিজিট করুন: www.gopalganj.gov.bd
ই-মেইল ঠিকানাঃ dcgopalganj@mopa.gov.bd
মোবাইল নম্বরঃ ০১৭০৫৪০৫৫৬৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস