যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ক্ষেত্রে গোপালগঞ্জ পূর্বে ছিল একটি পিছিয়ে পড়া জনপদ। জননেত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬ সাল থেকে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেন। ফলশ্রুতিতে নির্মিত ঢাকা-খুলনা মহাসড়ক নির্মিত হয় গোপালগঞ্জের উপর দিয়ে। প্রস্তাবিত পদ্মা সেতুর মাধ্যমে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হয়ে যশোর পর্যন্ত বিশ্বরোড় নির্মাণের একটি পরিকল্পনা রয়েছে। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগ গোপালগঞ্জের সড়ক উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে। গোপালগঞ্জ সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থা রয়েছে।রাজধানী ঢাকার সায়েদাবাদ ও গাবতলী থেকে গোপালগঞ্জের বাস চলাচল করে। সায়েদাবাদ ও গুলিস্থান থেকে মুন্সীগঞ্জ-মাওয়া-পদ্মা সেতু হয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস, মধুমতী পরিবহণ, দোলা পরিবহণ, বনফুল পরিবহণ এবং গাবতলী থেকে পাটুরিয়া-ফরিদপুর হয়ে কমফোর্ট লাইন, পলাশ পরিবহণ ইত্যাদি বাস চলাচল করে।বাসভাড়া জনপ্রতি ৫০০-৫৫০ টাকা।
ঢাকা খুলনা মহাসড়ক হয়ে গোপালগঞ্জ থেকে পার্শ্ববর্তী জেলা বরিশাল, নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনা যাতায়াত করা যায়। নৌপথ পূর্বে গোপালগঞ্জের মূল যাতায়াত মাধ্যম হলেও বর্তমানে কোটালীপাড়ার পয়সারহাট থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করে। গোপালগঞ্জের গোবরা হতে রাজশাহী পর্যন্ত আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ব্যতীত বাকি ছয়দিন উভয়দিকে যাতায়াত করে।
বাস সার্ভিসসমূহ
মধুমতি পরিবহন
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬০১৯৯৩৭(গোপালগঞ্জ)
০১৭১১৯০০৬১৯(ঢাকা)
টুংগীপাড়া এক্সপ্রেস
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬479631(গোপালগঞ্জ)
০১৭১6211642(ঢাকা)
দোলা পরিবহন
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১১৩১১৭৫৬(গোপালগঞ্জ)
০১১৯৯০৩০১৮১(ঢাকা)
কমফোর্ট লাইন
গোপালগঞ্জ টু গাবতলী ভায়া পাটুরিয়া ফেরিঘাট
মোবাইলঃ ০১৭১৬৪৫৩০৬১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস