Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ওড়াকান্দি ঠাকুর বাড়ী
বিস্তারিত

কাশিয়ানী থানার একটি ইউনিয়ন ২৩২১ উত্তর  অক্ষাংশ এবং ৮৯৪৯ পূর্ব দ্রাঘিমাংশে এর অবস্থান।  ব্যাপক সংখ্যক শিক্ষিত নমঃশূদ্র হিন্দু এই ইউনিয়নে বাস করে। শ্রী শ্রী হারিচাঁদ ঠাকুরের লীলাক্ষেএ এবং মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র স্থান। প্রায় দুইশত বছর আগে ১২১৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে ওড়াকান্দির পার্শ্ববর্তী সাফলিডাঙ্গা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন। ডাক্তার মিড মিশনারি ছেড়ে হরিচাঁদ ঠাকুরের পুত্র দেব ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং শ্রীধাম ওড়াকান্দি প্রতিষ্ঠা করার ক্ষেএে  পৃষ্ঠপোষকতা করেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল ধর্মের লোক এই মতুয়া ধর্মালোন্দলনে শরিক হন। মুক্তিযুদ্ধের সময় দক্ষিনাঞ্চলের শরনার্থীরা এখানে এসে আশ্রয় নিত।উপজেলা সদর হতে ৩০ কিঃ মিঃ পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নে উপজেলা সদর হতে তিলছড়া বাসস্ট্যান্ড হতে পূর্ব দিকে বাইপাস সড়ক দিয়ে খাগড়াবাড়ীয়া-আড়ুয়াকান্দি-ওড়াকান্দি ঠাকুর বাড়ী। কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ছিল । শিশু কাল হতে তাঁর কিছু অলৌকিক কাজ কর্ম দেখে নিম্ন বর্ণের নিপীড়িত মানুষ তাঁকে ভগবানের মর্ত্যলোকে আগমন ভাবতে শুরু করে । তাঁর উদারমন এবং নিম্নবর্ণের হিন্দুদের প্রতি সহানুভূতির কারণে তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। তাঁর স্মৃতিধন্য ওড়াকান্দি গ্রামে প্রতি বছর চৈত্র মাসে বড়মেলা বসে। তাঁর ভক্তগণ মতুয়া নামে পরিচিত।